E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোটা আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে কাপ্তাইয়ে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ

২০২৪ জুলাই ১৮ ১৮:০৭:০০
কোটা আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে কাপ্তাইয়ে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ

রিপন মারমা, রাঙ্গামাটি : কোটা আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন রাঙামাটির   কাপ্তাই উপজেলা শাখার উদোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি শহীদ মিনার হতে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে কাপ্তাই উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ, কাপ্তাই উপজেলা শাখার সভাপতি অংসুই ছাইন চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী ও আক্তার হোসেন মিলন, ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক কচি, ৩ নং চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়েশ্লিমং চৌধুরী, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রকিবুর রহমান মুন্না, কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, কাপ্তাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম এবং কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ।

এসময় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার জন্য একটি চক্র সক্রিয়। কোটা বাতিলের নামে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চালানো হচ্ছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। এই সময়ে আরও বলেন,কোটা সংস্কারের নামে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিএনপি এবং জামাতের ক্যাডাররা দেশে অরাজকতা সৃষ্টি করছে। দেশে বিশৃঙ্খলা করে সাধারণ মানুষকে হত্যা করেছে এবং জানমালের ক্ষয়ক্ষতি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে এই অরাজকতা মোকাবেলা করবে।

(আরএম/এএস/জুলাই ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test