E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের ১৪ নেতার পদত্যাগ ঘোষণা

২০২৪ জুলাই ১৮ ১৫:১৫:৪১
কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের ১৪ নেতার পদত্যাগ ঘোষণা

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ১৪ নেতা-কর্মী স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ১৬ সদস্যের কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য সদস্যরা ফেসবুকে স্ট্যাটাস এবং অলিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন।

লিখিতভাবে পদত্যাগের বিষয়টি জানাবেন বলে নিশ্চিত করেছেন পদত্যাগ করা একজন নেতা। তবে পদত্যাগের বিষয়ে খোলাসা করে কিছু জানায়নি সংগঠনের পক্ষ থেকে।

গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পদত্যাগের ঘোষণা দেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, ‘প্রথমে আমরা কমিটির ১২ সদস্য একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নিই। এরপর আমাদের সঙ্গে আরও দুজন মৌখিকভাবে তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় নেতা-কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা।

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের ১৬ সদস্যের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সংসদ।

পদত্যাগের বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আবির বলেন, ‘কুষ্টিয়া মেডিকেল কলেজের ১৬ সদস্যের কমিটির মধ্যে বেশ কয়েকজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পদত্যাগের। অন্যদের চাপের কারণে কয়েকজন আমাকে ফোনে জানিয়েছেন তাঁরা কী করবেন। আমি তাঁদের শক্ত থাকতে বলেছি।’

লিখিত আকারে পদত্যাগ করেছেন কি না, জানতে চাইলে আব্দুল্লাহ আল আবির বলেন, ‘সেটা তাদের ব্যাপার। কেন্দ্রীয় কমিটির সঙ্গে হয়তো তাঁরা কথা বলবেন। যেহেতু আমাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, তাই আমরা সবাই বাড়িতে অবস্থান করছি।’

(এমএজে/এএস/জুলাই ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test