E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত, আহত ৪

২০২৪ জুলাই ১৮ ১৪:৩৯:৪৭
নড়াইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত, আহত ৪

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শুভ শেখ (২০) নামে একজন নিহত ও চার জন আহত হয়েছেন।

বুধবার (১৭জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-কালনা-যশোর মহাসড়কের রামপুর এলাকার নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের মোঃ ইমরান শেখের ছেলে। তিনি খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহত শুভ শেখ আজ বুধবার খুলনা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছিল।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের লিপটন ফকিরের ছেলে রাব্বি ফকিরের (২০) নিজস্ব মোটরসাইকেলে করে ঘুরতে একই গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ (২০) ও একই গ্রামের শাহাজান শেখের ছেলে আজিম শেখ (২০) লোহাগড়া শহরের অভিমুখে যাচ্ছিল। অপরদিকে ঝিনাইদাহ জেলার শেখপাড়া এলাকার মোঃ দরবেশের ছেলে মোঃ কামাল (৪৫) ও তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে নড়াইলের উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার রামপুর এলাকার নিরিবিলি পিকনিক স্পটের সামনে এলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা দুর্ঘটনায় আহত পাঁচজনকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় দুর্ঘটনায় আহত শুভ শেখকে কর্তব্যরত চিকিৎসক মারুফা তাসমিন তাকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ফকিরকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আজিম শেখকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত মোঃ কামাল ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হয়েছেন। নিহতের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এএস/জুলাই ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test