E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোটা বিরোধীদের সাথে পুলিশে ধাওয়া পাল্টা ধাওয়া

গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, অর্ধশত নেতাকর্মী আহত

২০২৪ জুলাই ১৭ ১৮:৫৬:৫৮
গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, অর্ধশত নেতাকর্মী আহত

রবিউল ইসলাম, গাইবান্ধা : কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে গাইবান্ধায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কের সিদ্দিক, সাংবাদিক ও আন্দোলনকারীসহ অনন্ত ৬০ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে বারটার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নি সংযোগ করেন আন্দোলনকারীরা। এর আগে বেলা ১১টায় কয়েক হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের রেলগেট থেকে বের হয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে ডিবি রোডের এসপি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করে। মিছিলটি আবারো ঘুরে রেলগেটে এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, হাতে লেখা পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন এবং রেলসহ শহরের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগ অফিসে প্রথমে ভাঙচুর শুরু করেন তারা। পরে চত্বরের ১১টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালান। এসময় আন্দোলনকারীদের হামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুসহ অর্ধশত নেতা কর্মীর হামলার শিকার হোন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।এর ফলে শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে।

(আরআই/এসপি/জুলাই ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test