E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে বস্তাভর্তি মানুষের কংকালসহ তিন চোর আটক

২০২৪ জুলাই ১৭ ১৮:৪১:০৫
দিনাজপুরে বস্তাভর্তি মানুষের কংকালসহ তিন চোর আটক

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে কবর থেকে চুরি হওয়া বস্তাভর্তি মানুষের কংকাল হাড়গোড়, কবর খুড়ার সঞ্জামসহ চক্রের তিন চোরকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌরসভা শহরের নুরজাহানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের মৃত মনছের আলী মৃধার ছেলে জহুরুল ইসলাম (৪৫), পলাশবাড়ী উপজেলার কিশামত-চেরেঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩১) ও রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে লালন মিয়া (৪২)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'হাড়গুলো তারা একটি বস্তায় ভরে নিরাপদ জায়গায় রেখেছিল। এসব মানব কঙ্কাল এক একটি কঙ্কাল সাধারণত ২০ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করে বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে। কারা এসব ক্রয় করে, আমরা তদন্তের স্বার্থে ক্রেতার নাম এখনি প্রকাশ করছি না।'

তিনি আরো জানান, 'চারটি কবর থেকে কংকাল হাড় চুরি হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। পরে গোপন সংবাদের মাধ্যমে এই সংঘবদ্ধ তিন আন্তঃজেলা কঙ্কাল চোরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কঙ্কাল চুরির কথা স্বীকার করে এবং পৌরশহরের নূরজাহানপুর এলাকার কবরস্থানের পাশে একটি ঘাসের জমি থেকে বস্তাবন্দি হাড় পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। একই জায়গা থেকে পৃথক আরেকটি ব্যাগে কবর খননের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

(এসএস/এসপি/জুলাই ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test