E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা হয়েছে, জনগণকে নিয়ে মোকাবেলার আহবান

২০২৪ জুলাই ১৭ ১৭:৪৫:৪৩
কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা হয়েছে, জনগণকে নিয়ে মোকাবেলার আহবান

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে পড়ে দুই যুবক নিহত হন। রাত সাড়ে ১২টায় নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহত আরেক যুবকের নাম সবুজ আলী (২৫)। মঙ্গলবার রাতে সিআইডি ফরেনসিক টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করেছেন। ওসি গণমাধ্যমকে জানান, সবুজ আলীর বাড়ি নীলফামারীর সদর উপজেলার চওড়া ইউনিয়নের বাদশা আলীর ছেলে। তার মায়ের নাম সূর্য বানু। গতকাল বিকেলে ঢাকা কলেজের সামনে একদল লোক এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিআইডি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জানা গেছে, ২৫ বছর বয়সি ওই যুবকের নাম সবুজ আলী।

আজ বুধবার দুপুর ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সবুজ আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

আজ দুপুর ১টায় নীলফামারী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি-জামাত শিবিরের বর্বরোচিত হামলায় নিহত ঢাকা কলেজের ছাত্রলীগ নেতা নীলফামারীর সন্তান সবুজ আলী হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ’প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক চেহারা পাল্টে দিয়েছেন, সামাজিক চেহারা পাল্টে দিয়েছেন, শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে, যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন এসেছে, বিদ্যুত ব্যবস্থায় পরিবর্তন, দেশে এখন নতুন নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। আগামীতে আমরা আরও অনেক সম্ভাবনার কথা বিবেচনা করছি; সারা দেশে আমরা নতুন নতুন সম্ভাবনা দেখতে পারছি। এমন একটি সময়ে এমন একটি ধ্বংসলীলা বাংলাদেশকে ধ্বংস করারই একটা চক্রান্ত।’

’অনেক সংকট আমরা মোকাবেলা করেছি, সফলভাবে মোকাবেলা করেছি; এবারও ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সংকটের মোকাবেলা করব। আজকের সংকট হলো মনুষ্যসৃষ্ট ষড়যন্ত্রমূলক সংকট। আমাদের দেশে এমন সংকট কৃত্রিমভাবে বহুবার সৃষ্টি করা হয়েছে। আমরা অতীতেও দেখেছি, স্বাধীনতার আগেও দেখেছি যেকোন ন্যায়সংগত দাবি উত্থাপিত হলে সাধারণ মানুষও ব্যাপকভাবে অংশগ্রহণ করে। ছাত্রদের একটি অংশকে ব্যবহার করে ধ্বংসাত্মক রাজনীতির চেষ্টা চলছে। এই তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আসাদুজ্জামান নূর।

আজ বিকেল সাড়ে চারটায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে। সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখবেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

(ওকে/এসপি/জুলাই ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test