E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেলা পর্যায়ের দলিত জনগোষ্ঠীর অর্ন্তভুক্তিকরণে সাতক্ষীরায় নেটওয়ার্কিং উন্নয়ন কর্মশালা

২০২৪ জুলাই ১৭ ১৭:১৩:১৮
জেলা পর্যায়ের দলিত জনগোষ্ঠীর অর্ন্তভুক্তিকরণে সাতক্ষীরায় নেটওয়ার্কিং উন্নয়ন কর্মশালা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জেলা পর্যায়ের দলিত জনগোষ্ঠীর অর্ন্তভুক্তিকরণে স নেটওয়ার্কিং উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় অগ্রগতি সংস্থার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“সমতার কথা বলি, একইসাথে সবাই চলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি সংস্থা ‘দলিত’ এর অডিট অফিসার উত্তম কুমার দাস এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুন্নাহার, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর প্রমুখ।

বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠীর জোট উন্নয়ন করতে হবে। দলিত জনগোষ্ঠীর অধিকার ইস্যুগুলো চিহ্নিত করে জোটের পরিকল্পনা উন্নয়ন ঘটাতে হবে। দলিত জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন পর্যায়ে জোট বা সদস্যদের সংবেদনশীলতা বৃদ্ধি করতে হবে। সর্বোপরি দলিত জনগোষ্ঠীর উন্নয়ন অর্ন্তভুক্তিকরণে সমন্বিত উদ্যোগ ত্বরান্বিত করতে হবে। এ ছাড়া রাইটস অব দলিত’স প্রকল্পের মুল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

(আরকে/এসপি/জুলাই ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test