E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

২০২৪ জুলাই ১৭ ১৫:০৯:৫৬
দিনাজপুরে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

শাহ্ আলম শাহী, দিনাজপুর : "তুমি কে,আমি কে- রাজাকার, রাজাকার " এই শ্লোগানে কোটা সংস্কারের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে উত্তরের সীমান্ত ঘেষা জেলা  দিনাজপুর। বিক্ষোভ মিছিল,সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্র লিলি মোড়,স্টেশন রোড়,জেল রোড ও মডার্ন মোড় উত্তাল হয়ে উঠে কোটা বিরোধী আন্দোলনকারিদের মিছিলের শ্লোগানে।

কোটা বিরোধী আন্দোলনকারিদের দখলে রয়েছে শহর। ছাত্রলীগ-যুবলীগের দেখা মিলেনি আজ।

অন্যদিকে সরকারি কলেজ মোড়ে কোটা বিরোধী আন্দোলনকারিরা দিনাজপুর-দশ মাইল মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। শ্লোগান শ্লোগানে উত্তাল হয়ে উঠে আশপাশের এলাকা।

এ আন্দোলন শহর থেকে গ্রামেও ছড়িয়ে গেছে।

খানসামা, বীরগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর, ঘোড়াঘাটেও কোটা বিরোধী আন্দোলনে সমাবেশ, মানববন্ধন,বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

(এসএএস/এএস/জুলাই ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test