E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেড় মাসেও সংষ্কার হয়নি রায়েন্দা ফেরিঘাট, ভোগান্তিতে যাত্রীরা

২০২৪ জুলাই ১৬ ২০:০৭:১২
দেড় মাসেও সংষ্কার হয়নি রায়েন্দা ফেরিঘাট, ভোগান্তিতে যাত্রীরা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বিধ্বস্ত হওয়া বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ফেরিঘাটের সংযোগ সড়ক ও জেটি দেড় মাসেও সংষ্কার করা হয়নি। যার ফলে বলেশ্বর নদের রায়েন্দা-মাছুয়া সড়ক বিভাগের ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ের হাজার হাজার মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। ফেরি না চলায় পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বাগেরহাটের মোংলা ও মোরেলগঞ্জ রুটে বাস চলাচলও বন্ধ হয়ে গেছে।

এমনাবস্থায় মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়তি ভাড়া দিয়ে ট্রলারে করেই এখন নদী পার হচ্ছেন। এই অবস্থায় সাধারণ যাত্রী, গাড়ি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ঘাট সংষ্কারের দাবি জানিয়েছেন।

মঠবাড়িয়া-মোংলা রুটের বাস চালক এমাদুল হক, যাত্রী এনজিও কর্মী শঙ্কর রায়সহ রায়েন্দার ব্যবসায়ি ওয়াহিদুল ইসলাম জানান, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মাছুয়া ও বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দার মাঝ দিয়ে বয়ে গেছে প্রমত্বা বলেশ্বর নদ। আর এই বলেশ্বর নদের দুই পাড়ের মানুষের চলাচল যুগ যুগ ধরে পারাপার করছে কখনো ট্রলার আবার কখনো লঞ্চে করে। এই অবস্থা লাঘপে সড়ক বিভাগ যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে ২০২১ সালের ১০ নভেম্বর রায়েন্দা-মাছুয়া মধ্যে বলেশ^র নদে ফেরি চলাচল শুরু হয়।

ওই দিন থেকেই পিরোজপুরের মঠবাড়িয়া থেকে শরণখোলা, মোংলা ও মোরেলগঞ্জসহ বাগেরহাটের সাথে বাস চলাচলও শুরু হয়। সেই থেকে মানুষ যানবাহনসহ স্বল্প খরচে ফেরিতে করে নদী পারপার করে আসছিল। গত ২৬ মে ঘূণিঝড় রেমালের তান্ডবে রায়েন্দা ফেরিঘাটের সংযোগ সড়ক ও জেটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। রায়েন্দা ফেরিঘাটের সংযোগ সড়ক ও জেটি সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পর ফেরি চলাচল বন্ধ থাকায় এসব রুটে বাস চলাচলও বন্ধ হয়ে যায়। এরপর থেকে মানুষ ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রলারে করে নদী পার হন। ঘাট বিধ্বস্ত হওয়ার দেড় মাস পেড়িয়ে গেলেও শুরু হয়নি ওই ঘাটের জেটি ও সংযোগ সড়কের কাজ। এখন ঝুঁকি নিয়ে ৬০ থেকে ৭০ টাকা দিয়ে ট্রলারে করে যাত্রীদের বলেশ্রন নদ পাড় হতে হয়। ফেরি থাকলে মাত্র ১০টাকায় যাতায়াত করা যায়। এতে দুর্ভোগে পড়েছে বলেশ্বর নদের দুই পাড়ের হাজার হাজার যাত্রী ও সাধারণ মানুষ।

বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ জানান, রায়েন্দা-মাছুয়া ফেরিঘাটটি সংযোগ সড়কসহ জেটি ঘূণিঝড় রেমালের কারনে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরই মধ্যে রায়েন্দা ফেরিঘাটের সংযোগ সড়ক ও জেটি সংস্কারে দরপত্র আহবান করা হয়েছে। খুব শীগ্রই ঠিকাদারের মাধ্যমে সংযোগ সড়ক ও জেটি সংস্কার শুরু করা হবে। সংস্কার শেষ হলে আবারো ফেরি চালু করা হবে। এজন্য আরো কিছু দিন সময় লাগবে।

(এসএসএ/এএস/জুলাই ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test