E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নাটোরে রুম টু রিড’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০২৪ জুলাই ১৬ ১৯:৫৫:৪৭
নাটোরে রুম টু রিড’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড বাংলাদেশ, নাটোর ফিল্ড অফিসের  আয়োজনে মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতায় ২ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

১৫ ও ১৬ জুলাই শহরের সাহারা প্লাজা হলরুমে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদুজজামান এর সভাপতিত্বে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৯টি উচ্চ বিদ্যালয়ের ৯ জন প্রধান শিক্ষক সহ ২৭ জন শিক্ষক এই প্রশিক্ষণ গ্রহন করেন। এই প্রশিক্ষণসহ রুম টু রিড বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষকবৃন্দ তাদের বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জীবন দক্ষতা অধিবেশন পরিচালনা করেন।

সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন অধিবেশনে এই প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকবৃন্দদের। প্রশিক্ষণে ১ম অধিবেশন পরিচালনা করেন রুম টু রিড এর সিনিয়র প্রোগ্রাম অফিসার বাসন্তী লতা দাস। রুম টু রিড মূলতঃ শিক্ষার মান উন্নয়নে কাজ করে থাকে। এছাড়াও তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান ও শিক্ষকদের প্রশিক্ষণ এর ব্যবস্থা করে থাকে।

(এডিকে/এসপি/জুলাই ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test