E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা

২০২৪ জুলাই ১৬ ১৯:২৯:০৪
কাপাসিয়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : "রুখব দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সরকারি কর্মকতা, জনপ্রতিনিধ, সুধিজন ও সাংবাদিকদের অংশ গ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।

সভায় আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বায়েজিদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগম, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওহাব খোকা, বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাবলু, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুবুর রহমান সিকদার, রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল হাকীম হিরন, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর আলম, টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল, সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোবারক হোসেন, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, এস এম জাকির হোসেন চৌধুরী কামাল, সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন শামীম প্রমুখ। আলোচনা শেষে
উন্মুক্ত আলোচনা অংশ নেন, সাংবাদিক, সুধীজনও জনপ্রতিনিধিরা।

(এসকেডি/এসপি/জুলাই ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test