E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা 

২০২৪ জুলাই ১৬ ১৮:৪৮:০৮
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা 

স্টাফ রি‌পোটার, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন ২০২৪-২৫ অর্থ বছরে ৪ হাজার ৯ কোটি ২০ লাখ ২৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় দেখানো হয়েছে ৩ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা। এছাড়াও উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭৬৪ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকা।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর নগর ভবনে সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের অনুমতিক্রমে বাজেট উপস্থাপন করেন ১২ ওয়ার্ডের কাউন্সিলর এবং অর্থ সংস্থাপন সংক্রান্ত স্থানীয় কমিটির সভাপতি আব্বাস উদ্দিন খোকন।

সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নানের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র জায়েদা খাতুন, বিশেষ অতিথি ছিলেন মেয়রের উপদেষ্টা ও সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।
বাজেটে আয়ে দেখানো হয়েছে ৪ হাজার ৯ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকা। আয়ের উল্লেখযোগ্য ১১টি খাতের মধ্যে সবচেয়ে বেশী আয়ের খাত দেখানো হয়েছে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প/ডিপিপি খাতে ২ হাজার ৩৫৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা এছাড়া ট্যাক্স হতে ২৩২ কোটি ৫০ লাখ, রেইট হতে ২৩০ কোটি ৯০ লাখ, ফিস হতে ৩৯ কোটি ৭৬ লাখ টাকা, ইজারা হতে ১২ কোটি টাকা, মার্কেট নির্মানের সেলামি /মাল্টি স্টোর বিল্ডিং নির্মাণ হতে ১৩ কোটি টাকা, উন্নয়ন খ্যাত ব্যতিত অনুদান হতে ১৮ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা, পানি শাখায় আয় ৯৪ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা, সরকারি অনুদান ১৫০ কোটি টাকা এবং অন্যান্য ৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা, প্রারম্ভিক স্থিতি ৮৫৩ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা আয় দেখানো হয়েছে।

বাজেটে ব্যয়ের উল্লেখযোগ্য ১৬টি খাতে ব্যয় দেখানো হয়েছে ৩ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা। তারমধ্যে সাধারণ সংস্থাপন ৮৪ কোটি ৪১ লাখ ৬৪ হাজার টাকা, সংস্থাপন সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয় ১৫ কোটি ১০ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রানালী ১৬ কোটি ৯৫ লাখ টাকা, কনজারভেন্সি ১৬১
কোটি ২০ লাখ, জেনারেল এসেসমেন্ট ও ক্রোকী পরোয়ানা ২৫ লাখ, বৃক্ষরোপণ ও রক্ষানাবেক্ষণ ব্যয় ১ কোটি ৫০ লাখ, শিক্ষা ও ক্রীড়া ৬২ কোটি ২৫ লাখ টাকা, বিভিন্ন কল্যাণমূলক ২২৯ কোটি ১০ লাখ টাকা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জরুরি ত্রাণ ও জাতীয় দিবস খাতে ২ কোটি ৮০ লাখ টাকা, অফিস
ব্যবস্থাপনা ও অন্যান্য ৩২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকা, বিভিন্ন তথ্য প্রযুক্তি খাতে ৯৯ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ শাখার ব্যয় ৭২ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা, অবকাঠামো নির্মাণ উন্নয়ন ও রক্ষাণাবেক্ষন খাতে ৫১০ কোটি ৩০ লাখ টাকা, বৈদেশিক সহায়তায়পুষ্ট প্রকল্প /ডিপিপি ১
হাজার ৮৮৭ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা, সরকারি অনুদান অবকাঠামো নির্মাণ ও রক্ষানাবেক্ষণ খাতে ৪৬ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা এবং অনন্য ১২১ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

(এস/এসপি/জুলাই ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test