E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরব উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

২০২৪ জুলাই ১৬ ১৮:৪১:০২
ভৈরব উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার সেগুন বাগিচা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম। প্রথমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুরের শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর ভাইস-চেয়ারম্যান মোশারফ হোসেন ও পরে মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা ইয়াছমিন’কে শপথ বাক্য পাঠ করানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পরিচালক (স্থানীয় সরকার) শিবির বিচিত্র বড়ুয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বিশ্বাস রাসেল হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র মমিনুল হক রাজু, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া রিপন, গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. সালাম শাহরিয়ার, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ ভূঁইয়া, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাইসার ভূইয়া, যুবলীগ নেতা মো. ইকবাল, যুবলীগ নেতা জিল্লুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর আলমসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

শপথ গ্রহণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর, ভাইস-চেয়ারম্যান মোশারফ হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা ইয়াছমিনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ৫ জুন বুধবার চতুর্থ দফায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আবুল মনসুর কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৪৮ হাজার ২০০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এদিকে উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশারফ হোসেন (মাইক) প্রতীক নিয়ে ৪১ হাজার ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সানজিদা ইয়াছমিন (ফুটবল) প্রতীক নিয়ে ৫৬ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হোন।

উল্লেখ্য, ভৈরব উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৩ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ২০২ জন, মহিলা ১ লক্ষ ১৬ হাজার ৪৩৯ জন ও হিজড়া ১ জন। ভৈরবের ৯২টি কেন্দ্রের ৬০১টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট কেন্দ্রের পৌরসভায় রয়েছে ৩৪টি কেন্দ্র ও ৭টি ইউনিয়নে ৫৮টি কেন্দ্র। এতে ৩৯.৮৬ শতাংশ ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট প্রদান করেন।

(এসএস/এসপি/জুলাই ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test