E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোটা সংস্কারের সঙ্গে একাত্মতা পোষণ করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

২০২৪ জুলাই ১৬ ১৫:২৬:২৭
কোটা সংস্কারের সঙ্গে একাত্মতা পোষণ করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে পদত্যাগ করেছেন দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক আকন্দ।

সোমবার (১৫ জুলাই) রাত ৯ টার দিকে মো. ওমর ফারুক আকন্দ নামে তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি পদত্যাগ করেন।

তিনি ফেসবুক পোস্টে লিখেন, ‘আমি মো. ওমর ফারুক আকন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার ‘উপ-আইন বিষয়ক সম্পাদক’ পদ থেকে পদত্যাগ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (কোটা সংস্কার আন্দোলন) সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না।’

এ বিষয়ে সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক আকন্দ বলেন, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। যে ছাত্রলীগের নীতি আর আদর্শ দেখে ছাত্রলীগে যুক্ত হয়েছিলাম, সেই ছাত্রলীগের সঙ্গে বর্তমান ছাত্রলীগের আদর্শের মিল না থাকায় আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।’

জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলতে পারব।’

(আরআর/এএস/জুলাই ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test