E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাঁথিয়া থানায় ডাকাত চক্রের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার

২০২৪ জুলাই ১৬ ১৫:০৮:২৮
সাঁথিয়া থানায় ডাকাত চক্রের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার

নবী নেওয়াজ, পাবনা : পাবনা জেলা গোয়েন্দা শাখা ও সাঁথিয়া থানার যৌথ অভিযানে, সাঁথিয়া থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ সময় আন্তঃ জেলা ডাকাত চক্রের ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬৯০০০/- টাকা , ডাকাতি হওয়া ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন , ৩ টি ককটেল , একটি স্লাই রেঞ্জ , ডাকাতি কাজে ব্যবহৃত ৫ টি-শার্ট এবং প্যান্ট,  ব্যবহৃত ৮ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আঃ আহাদ, বিপিএম, পিপিএম (বার) ।

গ্রেফতাররা হলেন— পাবনা সাঁথিয়া উপজেলার গোপীনাথপুরের নজরুল ইসলাম এর ছেলে শাকিল হোসেন যদু (২৩) , পাবনা সাঁথিয়া উপজেলার কাজীপুর আবু মুসা এর ছেলে সিয়াম হোসেন (১৯), সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর দক্ষিনপাড়া গ্রামের আনছার আলী ছেলে আরিফ প্রামানিক (২৮) , সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর দক্ষিনপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে সুজন মোল্লা (৩৫) , সাঁথিয়া উপজেলার আফতার নগর ছেচানিয়া গ্রামের মৃতঃ কুদ্দুস এর ছেলে আঃ বাতেন (২৮), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার শেলাচাপড়ী গ্রামের মৃতঃ আঃ দুলাল এর ছেলে আঃ মতিন (৪০) ,সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর দক্ষিনপাড়া গ্রামের মোঃ ইউনুস প্রামানিক এর ছেলে সানোয়ার হোসেন সানু (২৭), সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর দক্ষিনপাড়া গ্রামের হাফেজ মোল্লার ছেলে সাব্বির দুখু (২২) এবং ডাকাতির ঘটনার সাথে সরাসরি জড়িত আরো ৩ জন পলাতক আসামীদের যাত্রাবাড়ী থানা পুলিশ চেকপোস্ট পরিচালনাকালে গত ১৪ জুলাই গ্রেফতার করে।

পুলিশ সুপার জানান, ভিকটিম পাবনা সাঁথিয়া থানার গোপীনাথপুর গ্রামের আব্দুস সালাম প্রামানিকের ছেলে আতিকুর রহমান জুয়েল (৩৫),গত ইং ১০জুলাই/২০২৪ তারিখ রাতে অনুমান ৩ টার সময় ইউরো কাপ ফুটবল -২০২৪ এর একটি ম্যাচ দেখে ঘুমিয়ে পরলে রাত আনুমানিক ৩.২০টায় ১৪/১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভিকটিম জুয়েল এর শয়ন ঘরের দরজা ভাঙ্গিয়া প্রবেশ করে একজন ডাকাত তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম জুয়েল এর ডান হাতের কবজির উপরে ও পেটের ডান পার্শ্বে আঘাত করিয়া কাটা জখম সহ রশি দিয়া তাকে এবং তার স্ত্রীর হাত পা বেধে জিম্মি করিয়া ঘরে থাকা কাঠের শোকেচ এর তালা ভাঙ্গিয়া ০৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১৫,০০,০০০/- টাকা সহ ০২টি মোবাইল ফোন ডাকাতি করিয়া দ্রুত পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্ত্বাবধানে ও নেতৃত্বে ওসি ডিবি এমরান মাহমুদ তুহিন, সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন, এসআই (নিরস্ত্র) মাহমুদুর রহমান, কং/১২১৮ রিমন হোসেন, পিপিএম সহ ডিবি পাবনার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্স এর সহায়তায় এবং অনুসন্ধানী নানান কৌশল ব্যবহার করে ডাকাত চক্রের সদস্যদের সনাক্ত করতে সক্ষম হয়। সনাক্তকৃত আসামীদের গ্রেফতারের লক্ষে ঢাকা, গাজিপুর, মানিকগঞ্জ এবং পাবনা জেলার বিভিন্ন এলাকায় ৩ দিন ব্যাপি অভিযান পরিচলনা করিয়া আন্তঃ জেলা ডাকাত চক্রের মুল হোতা এবং পরিকল্পনাকারী শাকিল যদু সহ ০৮ (আট) জন ডাকাত চক্রের সক্রিয় সদস্যকে ডাকাতি করা মালামাল সহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে ।

(এনএন/এএস/জুলাই ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test