E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝিনাইদহে কোটাবিরোধীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১১

২০২৪ জুলাই ১৬ ১৪:২৩:১৯
ঝিনাইদহে কোটাবিরোধীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১১

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার ১১টার দিকে শহরের ওয়াজির আলী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সরকারি কেসি কলেজের শিক্ষার্থী শারমীন সুলতানা, আল-মামুন, সাদিয়া জেরিন, নুসরাত জাহান সাথি, সাজ্জাদ হুসাইন, হিরক হোসেন, সিটি কলেজের শিক্ষার্থী রিহান হোসেন, রিমি খাতুন, শৈলকুপা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মানিক হোসেন, বাঙলা কলেজের মাহিন হোসেন ও কোটচাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী শিখন খান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের পায়রা চত্বর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল-ইমরানের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মিছিল সহকারে ওয়াজির আলী স্কুলের সামনে যায়। পরে স্কুল মাঠের মধ্যে থাকা কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা।ঘটনার কিছু সময় পর পুলিশ আসলে ঘটনাস্থল থেকে মিছিল সহকারে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে আসে।

হামলার শিকার আহত শিক্ষার্থী শারমীন সুলতানা বলেন,‘আমরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ওয়াজির আলী স্কুল মাঠে প্রস্তুতি নিচ্ছিলাম। সেসময় অতর্কিতভাবে ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালাই। এতে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে। আমরা এর বিচার চাই।’

এ অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেনের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন,‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে শহরজুড়ে পুলিশের জোরালো উপিস্থিতি রয়েছে।’

(এসআই/এএস/জুলাই ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test