E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

২০২৪ জুলাই ১৫ ১৮:০৬:৫৫
ফরিদপুরে ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরে পৃথক ২টি অভিযান চালিয়ে এক হাজার ২১ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় মাদক বহনে ব্যবহৃত ২টি মাইক্রোবাস ও ১টি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা।

আজ সোমবার দুপুরে ফরিদপুর র‌্যাব-১০ এক সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানান।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার টিএন্ডটি পাড়া এলাকায় র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এসময় কুষ্টিয়া থেকে আশা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় শাহিন আলী (৩৪) ও ইমন ইসলাম (২৩) নামের দুজনকে আটক করা হয়।

এ ছাড়া একই দিন রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা মহাসড়কের ব্রাহ্মণকান্দা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও ইজিবাইকে অভিযান চালানো হয়। ওই মাইক্রোবাস ও তারই পাশে থাকা ব্যাটারিচালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৯২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আকবর সরদার (৪১), সজিব (৩৮), রাহাত বেপারী (৩৪), দিপু কুমার শীলকে (৪২) আটক করা হয়। তাদের মাদক পরিবহনের ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করা হয়।

উদ্ধার হওয়া ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদকের বাজার মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলেও জানান ওই কর্মকর্তা।

আটক মাদক কারবারিদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে স্থানীয় থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

(এএন/এসপি/জুলাই ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test