E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী প্রয়াত মনসুর উল করিমের ৭৪তম জন্মদিন পালিত

২০২৪ জুলাই ১৪ ১৯:১১:৫৫
রাজবাড়ীতে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী প্রয়াত মনসুর উল করিমের ৭৪তম জন্মদিন পালিত

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীতে একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী প্রয়াত মনসুর উল করিমের ৭৪ তম জন্মদিন নানা আয়োজনে পালিত হয়েছে। 

আজ রবিবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী প্রয়াত মনসুর উল করিমের ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। অন্যান্যের মধ্যে ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, নাসিম শফি, নুরুল হক আলম, সালাম তাছির, রাজ কুমার পাল। সভাপতিত্ব করেন, মনসুর উল করিম স্মৃতি পরিষদের আহবায়ক খোকন মাহমুদ। অনুষ্ঠান শেষে শিল্পীর জন্মদিন উপলক্ষ্যে বেলুন উড়িয়ে, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

মনসুর উল করিমের জন্ম ১৯৫০ সালে রাজবাড়ীতে। ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক, ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ৪০ বছর অধ্যাপনা করেন। ১৯৭২ সালে মনসুর উল করিম প্রথম চিত্র প্রদর্শনী করেন। ২০১৪ সালে সেপ্টেম্বরে ‘রেখার নাচন’ শীর্ষক একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সত্তরের দশকের শুরু থেকে দেশের চিত্রশিল্পে অসামান্য অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করেন। ২০১৩ সালে শিল্পকলা একাডেমি থেকে লাভ করেন সুলতান পদক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম ৭০ বছর বয়সে ২০২০ সালের ৫ অক্টোবর দুপুর ১২টার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজবাড়ী জেলা সদরে মনসুর উল করিমের নিজ বাড়িতে গড়ে তোলা প্রতিষ্ঠান বুনন আর্ট প্রাঙ্গণে দাফন করা হয়।

(একে/এসপি/জুলাই ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test