E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি 

অবশেষে রাজবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

২০২৪ জুলাই ১৪ ১৯:০৫:১৪
অবশেষে রাজবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহের নামে বরাদ্দকৃত টাকা উত্তোলন করে পকেটস্থ করার প্রায় আড়াই মাস পর তড়িঘড়ি করে শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে। বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে রবিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ব্যানারে কোন তারিখ ছাড়াই উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় (বর্ধিত ভবন) এ মেলার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মহুয়া শারমিন ফাতেমা। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, কালুখালী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য উপজেলা শিক্ষা অফিসাররা উপস্থিত ছিলেন।

সরেজমিন মেলায় গিয়ে দেখা যায়, ৫টি স্টল করা হয়েছে। স্টল গুলোতে তেমন কোন লোকজন নেই। নিজেরা খোঁশগল্পে মেতেছেন।

এসময় কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষা সপ্তাহ মে মাসে হওয়ার কথা ছিল। আপনারা শুধু শুধু পত্রিকায় নিউজ করে আমাদের ভোগান্তিতে ফেলছেন। এখানে আসতে নিজেদের পকেটের টাকা খরচ করতে হচ্ছে। এসব নাম মাত্র পালন না করলেও হতো। কোন প্রচারণা ছাড়াই শুধু ছবি তুলে এ আয়োজন সম্পন্ন হবে। বরাদ্দ হালাল করতেই এ কাজ করেছেন।

জানা গেছে, জেলা পর্যায়ে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের বরাদ্দ আসে। মে মাসে হওয়ার কথা থাকলেও বিষয়টি গোপন রেখে জুন ফাইনালের আগেই টাকা উত্তোলন করে পকেটস্থ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল। গত বছরও নামে মাত্র জাতীয় শিক্ষা সপ্তাহ একদিনে পুরস্কার ছাড়াই শেষ করে অর্থ আত্নসাৎ করেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এবারও বিল উত্তোলন করে অর্থ পকেটস্থ করার বিষয়টি প্রকাশ্যে আসায় তড়িঘড়ি করে দায়সারা ভাবে শিক্ষা সপ্তাহের আয়োজন করেন।

নাম না প্রকাশের শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, জেলা জাতীয় শিক্ষা সপ্তাহ মে মাসে হওয়ার কথা থাকলেও রবিবার দায়সারা ভাবে উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি শিক্ষকদের নিয়ে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইনোভিশন মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলায় আলাদা বরাদ্দ থাকলেও টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নাস্তার আয়োজন করেন। এতে পুরস্কার হিসেবে বিনামূল্যের শিক্ষক সহায়তা বই উপহার প্রদান করা হয়। এ মেলার পুরো টাকাই তিনি পকেটস্থ করেন। শিক্ষা অফিসকে দুর্ণীতির আখড়া হিসেবে পরিনত করেছেন। সব কাজেই ফুয়েল ছাড়া ফাইল নড়ে না।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন শিক্ষক বলেন, জেলা শিক্ষা অফিসারকে অফিসে পাওয়া যায় না। তিনি সরকারী গাড়ী নিয়েই বাসায় যান। বুধবার গেলে আসেন রবিবার দুপুরে। এভাবেই অফিস করেন। প্রয়োজন হলে সহকারী জেলা শিক্ষা অফিসাররা সহযোগিতা করেন। আর শিক্ষা সপ্তাহ গতবছর একদিন হলেও কোন পুরস্কার দেয়নি। এ বছর কি করবে এখনো বলা যাচ্ছে না। ব্যানারে কোন প্রকার তারিখ না দিয়ে কোন মতো স্টল সাজিয়েছেন। কোন প্রচারনা নেই।

জেলা শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

(একে/এসপি/জুলাই ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test