E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে ফরিদপুরে সাংবাদিকদের মানববন্ধন বিক্ষোভ

২০২৪ জুলাই ১৪ ১৭:৫২:০১
হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে ফরিদপুরে সাংবাদিকদের মানববন্ধন বিক্ষোভ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করণ, দুর্নীতি বন্ধ, সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আরচণের প্রতিবাদে এবং হাসপাতালটির পরিচালক ডাক্তার হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করে ফরিদপুর প্রেসক্লাব। সাংবাদিকদের পূর্বঘোষিত কঠোর আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় সাংবাদিকদের মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, মফিজ ইমাম মিলন, খন্দকার মাহফুজুল ইসলাম মিলন, নাজিম বাঁকা উল, আশিষ পোদ্দার বিমান, আবিদুর রহমান নিপু।

ফরিদপুর জেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নানা দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কথা বলেন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তারা বলেন, মেডিকেল কলেজের পরিচালক তার নানা অনিয়ম ও দুর্নীতি ঢাকতে মেডিকেল কলেজের অভ্যন্তরে অবৈধভাবে সাংবাদিকদের প্রবেশে বাধার সৃষ্টি করেন। অবিলম্বে এই অযোগ্য অথর্ব পরিচালকের অপসারণ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়। তা না হলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি ‌গ্রহণ করা হবে বলে ‌জানান তারা।

সাংবাদিক নেতারা জানান, ডাক্তার হুমায়ুন কবির এই হাসপাতালে দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালটি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে সাধারণ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন।

সাংবাদিকেরা এই প্রতিষ্ঠানের কোন সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের বাধা প্রদান করা হয়, হয়রানীর শিকার হতে হয়। সাংবাদিকদের তাদেরকে নাজেহাল করা হয়, এভাবে একটা প্রতিষ্ঠান চলতে পারেনা।

অবিলম্বে ডাক্তার হুমায়ুন কবিরের অপসারণ করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা আসতে পারে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া সাংবাদিকবৃন্দ।

(আরআর/এসপি/জুলাই ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test