E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে বেলান নদীর রাবারড্যাম থেকে পড়ে  দু'জন নিখোঁজ

২০২৪ জুলাই ১৩ ২৩:৩৯:২০
দিনাজপুরে বেলান নদীর রাবারড্যাম থেকে পড়ে  দু'জন নিখোঁজ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের খানসামায় বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম থেকে পড়ে গিয়ে দু'জন নদীতে নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে প্রচেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীর।

শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টায় খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা এলাকার বাঘার মোড়ে বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম পারাপারের সময় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া দুজন হলেন, দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা এলাকার পাইকপাড়ার তরণী কান্ত রায়ের ছেলে বঙ্গকেশর রায় (৩৫) ও একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৩)।

স্থানীয়রা জানান, কয়েকজন শ্রমিক কাজ থেকে ফেরার পথে দু'জন রাবারড্যাম পারাপারের সময় পা পিছলে বেলান নদীতে পড়ে যায়। স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও সক্ষম হয়নি। পরে খানসামা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার চেষ্টা করলেও সক্ষম হয়নি পরে রংপুর থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ চালিয়ে যায় খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু সায়েম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। রাবারড্যামের কারণে একটু স্রোত বেশি। এ কারণে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। আমরা আশা করছি তারা এলে উদ্ধার করতে সক্ষম হবো।

খানসামা থানার,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আমাদের পুলিশ রয়েছে। তবে খানসামায় ফায়ার সার্ভিস ইউনিটে কোনো ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। এ ছাড়া নদীতে পানির খুব স্রোত রয়েছে। তবে রংপুর থেকে ডুবুরি আসলে হয়তো উদ্ধার কাজ শুরু করা হতে পারে। আমরা সার্বিক খোঁ-জখবর রেখেছি। নিখোঁজদের পরিবারকে খবর দিয়েছে।

(এসএএস/এএস/জুলাই ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test