E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে, চর অঞ্চলে দুর্ভোগ

২০২৪ জুলাই ১৩ ২১:০২:৩৭
ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে, চর অঞ্চলে দুর্ভোগ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে ফরিদপুরে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭.৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রতিদিন নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল ও যমুনা থেকে আসা পানিতে গত দুইদিন যাবত পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে ফরিদপুরের চারটি উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চলে এ পানি প্রবেশ করেছে।

ফলে এসব এলাকাতে তলিয়ে যাচ্ছে ফসলি ক্ষেত। চরাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় মানুষের যাতায়াতে বেড়েছে দুর্ভোগ। পাট, বাদাম, তিল, ধান ক্ষেতে পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে চাষিরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মার তীরবর্তী উপজেলার জনপ্রতিনিধি ও নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, উজান থেকে নেমে আসে ঢল এবং যমুনার পানি থেকেই মূলত এ অঞ্চলে নতুন করে পানি আসতে শুরু করেছে।

তিনি আরও জানান, আরও কয়েকদিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকলেও নদীর তীরবর্তী অঞ্চল এবং চরাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়বে।

(আরআর/এএস/জুলাই ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test