E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীর রূপপুরে ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০২৪ জুলাই ১৩ ১৭:১৭:৩৭
ঈশ্বরদীর রূপপুরে ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর পারমাণবিক প্রকল্পের সন্নিকটে রূপপুর মোড় ও গ্রীণসিটি এলাকায় ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে রূপপুর মোড় ও নতুনহাট আবাসন গ্রীন সিটি এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের জন্য অনেক আগেই পরিকল্পনা গ্রহন করা হয়। এসব অবৈধ স্থাপনায় দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল স্থানীয়রা। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ইতোপূর্বে বারংবার নোটিশ এবং মাইকিং করা হয়। এরপরও স্থাপনা সরিয়ে নেয়া না হলে শনিবার উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। এসময় রাস্তার দুই পাশের দোকানপাট হোটেল-রেস্টুরেন্টসহ অবৈধভাবে দখল করে রাখা মোট ১২৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, সহকারি কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তর উপ-বিভাগীয় প্রকৌশলী, সাদিকুর রহমানসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে হোটেল-রেস্টুরেন্টসহ দোকানপাট নির্মাণ দখল করে রাখা হয়েছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপনা সরানোর জন্য বারবার নোটিশ প্রদান এবং মাইকিং করা হয়। কিন্তু দখলদাররা কর্ণপাত না করায় আজকে ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে রূপপুর প্রকল্পের আশেপাশের সড়কের সকল অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করা হবে।

(এসকেকে/এসপি/জুলাই ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test