E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শ্রীমঙ্গলে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

২০২৪ জুলাই ১২ ১৯:৪৯:২৭
শ্রীমঙ্গলে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

মোঃ আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমিজমার জের ধরে আজ শুক্রবার সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলীআব্দা গ্রামে প্রতিপক্ষের হামলায় ইমাদ উদ্দিন রকিব মিয়া পিতা হাজী আজিমুদ্দিন নামে একজন খুন ও হেলাল মিয়া নামে অপরজন (নিহতের বড় ভাই) গুরুতর আহত হয়ে সিলেটে চিকিৎসাধীন আছেন।

সরেজমিন ঘুরে জানা যায়, হামলাকারীদের বাড়ি ও নিহতের বাড়ির মধ্যবর্তী স্থানে কোনাগাও গ্রামে জমি নিয়ে গত কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে আদালতে মামলাও রয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার সকাল ১০ টার দিকে জমি চাষের শেষ পর্যায়ে হামলাকারী ৭/৮ জনের একটি সঙ্ঘবদ্ধ দল দুই ভাইকে হঠাৎ করে হামলা করে। এসময় হেলাল ও রকিবকে একা পেয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি আঘাত করতে থাকে এতে ঘটনাস্থলে ইমাদ উদ্দিন রকিব মৃত্যুবরণ করছে বলে স্থানীয়রা জানালেও হাসপাতালে তার মৃত্যু নিশ্চিত করা হয়। আহত রইস উদ্দিন হেলালকে মারাত্মক আহত অবস্থায় প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার থেকে সিলেটে প্রেরণ করা হয়। এ সময় জমিতে চাষ কারি ট্রাকটরের চালক পার্শ্ববর্তী খারিজ্জামা গ্রামের লোকমান ভয়ে পালিয়ে যায়।

নিহত রকিবের পিতা আজিম উদ্দিন জানান, একই গ্রামের রুপ তালুকদারের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে ৪২ শতক জমি ক্রয় করেন ভোগদখল করে আসছিলেন। এই জমির পূর্ব মালিক ছিলেন খলিল মিয়া গং। বিগত আর এস রের্কডে এই জমি চলে যায় খলিল মিয়া গংদের নামে। এ নিয়ে একাধিক সালিসে সমাধান না হলে তিনি মৌলভীবাজার দেওয়ানী আদালতে মামলা করেন।

তিনি জানান, তার ছেলে ইমাদ উদ্দিন রকিব সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে আইন শিক্ষায় অনার্স মাস্টার্স করে বার কাউন্সিলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, রকিব ও হেলালদের জমি নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে বুরকুনি সরকারের ছেলেদের সাথে। বুরকুনি সরকারের সাত ছেলে তারা খুবই বকাটে। ঘটনার দিন তারাসহ অন্যদেরকে নিয়ে হামলা চালায়।

ঘটনাস্থলে শ্রীমঙ্গল থানা পুলিশের এবং জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারাসহ পিবিআই এর লোকজনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল-কমলগঞ্জ এর পুলিশ সুপার, আনিসুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো একজন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মৌলভীবাজারে প্রেরণ করা হয়েছে। নিহতদের পক্ষে এখনো কোনো অভিযোগ নিয়ে থানায় আসেনি তবে ঘটনাটি যেহেতু সুস্পষ্ট তাই আমাদের লোকজন অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদ জন্য দুজন মহিলাকে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

(এএ/এসপি/জুলাই ১২, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test