E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের খেলাধুলায় এগিয়ে আসতে হবে’

২০২৪ জুলাই ১১ ১৯:৩৭:১৫
‘মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের খেলাধুলায় এগিয়ে আসতে হবে’

সালথা প্রতিনিধি : ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। এই সরকারের আমলে ক্রীড়া অঙ্গনে ব্যাপক পরিবর্তন হয়েছে। তাই এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের খেলাধুলায় এগিয়ে আসতে হবে। যাতে আমাদের তরুণ প্রজন্ম-নতুন প্রজন্ম সকল অপকর্ম থেকে দূরে থাকে। খারাপ অভ্যাস বর্জন করে, সুস্থ জাতি গড়ার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে ফরিদপুরের সালথা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

লাবু চৌধুরী আরো বলেন, সালথা উপজেলাকে মডেল উপজেলা গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। তাই কাইজ্জ্যা- মারামারী বাদ দিয়ে সুন্দর সমাজ গড়তে হবে। কেউ যদি সমাজে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, তাহলে তাকে শক্ত হাতে দমন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শওকত হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ ফাইনাল খেলায় মাঝারদিয়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভাওয়াল ইউনিয়ন একাদশ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এমপি লাবু চৌধুরী।

(এএন/এসপি/জুলাই ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test