E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে কোটাপ্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

২০২৪ জুলাই ১১ ১৯:০২:২৫
জামালপুরে কোটাপ্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সকল গ্রেডের সরকারি চাকরির এবং সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটার যৌক্তিক সংস্কারের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে পৌর শহরের চাররাস্তা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি চাররাস্তা থেকে শুরু হয়ে পাঁচরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সরকারি আশেক মাহমুদ কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান বিবেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন একই কলেজের বি.এ প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ছানাউল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. তালহা, জামালপুর আইন কলেজের শিক্ষার্থী সাদ্দাম হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষার্থী রামিম, সা'আদ আহমেদ রাজু, চাকরি প্রত্যাশী
মীর ইসহাক হাসান ইখলাস প্রমুখ।

বক্তারা বলেন, 'সরকার ৫৬ ভাগ কোটা সংরক্ষিত করে রেখেছে। এর মধ্যে রয়েছে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা, ১০ শতাংশ নারী, ১ শতাংশ প্রতিবন্ধী, ১০ শতাংশ জেলা ও ৫ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটা। কোটার বাইরে মাত্র ৪৪ শতাংশ চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হয়।'

'২০১৮ সালে আমরা যে কোটাপ্রথার বিরুদ্ধে সারাদেশে এক যৌক্তিক আন্দোলন গড়ে তুলেছিলাম তাতে আমাদের দাবি ছিল কোটা সংস্কার করা, বাতিল নয়। সরকার সেটি না করে কোটা বাতিল করে দিয়েছিলো। ২০১৮ সালের সেই পরিপত্র এখন বাতিল করেছে হাইকোর্ট। আমরা দিনরাত পরিশ্রম করে মেধা অর্জন করে চাকরির পরীক্ষা দেই কিন্তু এতো বেশি কোটার কারণে আমরা চাকরি পাই না। লেখাপড়া করে চাকরি না পেয়ে আমরা অনেকেই শেষ পর্যন্ত দিশেহারা হয়ে পড়ছি। আমাদের দাবি একটাই, আমরা এই কোটাপ্রথার সঠিক সংস্কার চাই।'

(আরআর/এসপি/জুলাই ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test