E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরব পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ

২০২৪ জুলাই ১১ ১৮:০৫:৩৭
ভৈরব পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরব শহর পরিচ্ছন্ন রাখতে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের চকবাজার ও সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল রোড এলাকায় ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু। 

ডাস্টবিন বিতরণ কার্যক্রমের পৌর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল আমিন সৈকত এর সভাপতিত্বে অতিথি হিসেবে পৌর প্যানেল মেয়র মমিনুল হক রাজু, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা বেগম, মৌসুনা রহমান বেলা, আনোয়ার পারভেজ শিমু, রোজী ইসলাম প্রমুখ।

জানা যায়, শহর পরিচ্ছন্ন রাখতে আইইউজিআইপি (ওটএওচ) এর আওতায় ৪ হাজার ব্যবসায়ীকে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করা হবে। আজ প্রথম ধাপে ২ হাজার ৭০০ ব্যবসায়ীকে ডাস্টবিন দেয়া হয়েছে। এসব ডাস্টবিনের ময়লা সংগ্রহের জন্য ৫টি সিএনজি চালিত ডাস্টবিন গাড়ি ও ৭টি ভ্যান গাড়ি রয়েছে।

এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু বলেন, ভৈরববাসীর উন্নয়নের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সহযোগিতায় ৬শ কোটি টাকা বরাদ্ধ পেয়েছি। এক মাসের মধ্যে ৩৩ কোটি টাকার দুটি টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে। ভৈরব শহরের নতুন রাস্তা ও ড্রেন নির্মাণ, পুরাতন রাস্তা ও ড্রেন মেরামতসহ যে ধরণের উন্নয়ন কার্যক্রম আছে তা শীঘ্রই বাস্তবায়ন করা হবে।

এ সময় শহরের ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ডাস্টবিন ফেলে না রেখে যেন ব্যবহার করা হয়। সেই সাথে শহরের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে রাখার আহ্বান জানান তিনি।

(এসএস/এসপি/জুলাই ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test