E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে দিনব্যাপী পাট প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০২৪ জুলাই ১১ ১৮:০২:৫৭
রাজারহাটে দিনব্যাপী পাট প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে দিনব্যাপী পাটচাষীদের নিয়ে পাট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পল্লী উন্নয়ন হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষনে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক খামারবাড়ী কুড়িগ্রামের মোঃ আব্দুল্লাহ্ আল মামুদ, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা, উপজেলা প্রেসক্লাবর সভাপতি এসএ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ্ আল নোমান প্রমূখ।

প্রশিক্ষণে তালিকাভূক্ত ৭৫জন প্রকৃত পাটচাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। আবহাওয়া অনুকূল থাকায় রাজারহাট উপজেলায় চলতি মৌসুমে পাটের আশনুরূপ ফলন হবে বলে চাষীরা আশা ব্যক্ত করেন। তবে এসময় সরকারের কাছে পাটের ন্যায্যমূল্য দাবী করেন চাষীরা।

(পিএস/এসপি/জুলাই ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test