E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতীয় পরিচয় পত্র বানাতে এসে ভৈরবে দুই রোহিঙ্গা আটক

২০২৪ জুলাই ১১ ১৪:১৪:৪৮
জাতীয় পরিচয় পত্র বানাতে এসে ভৈরবে দুই রোহিঙ্গা আটক

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে ভুয়া জন্ম সনদ দিয়ে জাতীয় পরিচয় পত্র বানাতে এসে এক নারীসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। ১১ জুলাই দুপুরে ভৈরব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। দুই রোহিঙ্গাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার হামিদাপাড়া পাহাড়তলী এলাকার মো. সালেহের স্ত্রী হামিদা বেগম (২৮) ও একই জেলার রামু এলাকার রফিক আহমেদ এর ছেলে মো. এরশাদ (২০)।

জানা যায়, বুধবার ১০ জুলাই সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসে ভুয়া ডকুমেন্ট নিয়ে জাতীয় পরিচয় পত্র তৈরী করতে আসেন হামিদা বেগম। এসময় তার সাথে সহযোগী ছিল মো. এরশাদ। নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা তাদের প্রয়োজনীয় কাগজপত্রাদি দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় তারা কোন সদোত্তর দিতে পারেনি। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা বলেন, পৌর শহরের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজুর স্বাক্ষরিত একটি ভুয়া জন্ম নিবন্ধন এনে এনআইডি কার্ড আবেদন করতে আসেন হামিদা বেগম। তার কথা বার্তা অসংলগ্ন হওয়ায় তার বিষয়ে জানতে সংশ্লিষ্ট কাউন্সিলরকে অবগত করি।

কাউন্সিলর তাদেরকে চেনেন না জানান। সার্বিক তদন্ত করে জানতে পারি হামিদা বেগম একজন রোহিঙ্গা। তার সহযোগীও নিজের পরিচয় ঠিক ভাবে দিতে পারেনি। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করি।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে হামিদা বেগম একজন রোহিঙ্গা বলে জানা গেছে। তার সাথে থাকা সহযোগী মো. এরশাদও রোহিঙ্গা তবে সে দীর্ঘদিন যাবত কক্সবাজার এলাকায় বসবাস করছে। তারা দুইজন নির্বাচন অফিসে ভুয়া কাগজে ভোটার আইডি কার্ড বানাতে এসেছিল। তাদের বিরুদ্ধে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ২০১০ এর ১৪/১৮ ধারায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তাদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এসএস/এএস/জুলাই ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test