E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে কোটা সংস্কারের দাবিতে 'বাংলা অবরোধ' পালিত

২০২৪ জুলাই ১০ ২০:৪৮:০৮
ফরিদপুরে কোটা সংস্কারের দাবিতে 'বাংলা অবরোধ' পালিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বৈষম্যমূলক কোটা পুর্নবহালের রায় বাতিল ও সরকারি চাকুরির সকল গ্রেডে কোটা সংস্কারের দাবীতে 'বাংলা অবরোধ' কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার সকালে ‌ সাধারণ শিক্ষার্থীবৃন্দ ফরিদপুর জেলা- এর ব্যানারে উক্ত কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী মো. আশরাফ শেখ -এর সভাপতিত্বে ফরিদপুর শহরস্থ সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে ফরিদপুর পৌর সুপার মার্কেটের সামনের রাস্তা পর্যন্ত দেশব্যাপী চলমান কর্মসূচীর অংশ হিসেবে এ 'বাংলা অবরোধ' বা 'Bangla Block" পালন করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. আরাফাত রাজেন্দ্র কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী জনি বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যুষ কর্মকার, হাবিবুর রহমান ফাহিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আকাশ দাস সহ স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচীতে নেতৃবৃন্দ বৈষম্যমূলক কোটা ব্যবস্থা পুনবহালের রায় বাতিল ও সরকারি চাকুরি'র সকল গ্রেডে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানান। তারা বলেন- আমরা সরকারি চাকুরিতে সমস্ত প্রকার কোটা বাতিলের দাবি জানাচ্ছি না,আমাদের দাবি বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার। একটা স্বাধীন দেশে কোন একটি ব্যবস্থা চিরস্থায়ী ভাবে চলমান থাকতে পারে না।

বক্তারা এসময় ‌দেশের নীতি নির্ধারনি মহলকে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি জানান। হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচির পালন করা হবে।

এর আগে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি প্রথমে শহরের মুজিব সড়কে অবস্থিত সুপার মার্কেটের সামনে আসলে, সেখানেই প্রতিবাদী সমাবেশ করেন। পরবর্তীতে ফরিদপুর প্রেসক্লাবের ‌ সামনে এসে মিছিলটির সমাপ্তি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

(আরআর/এএস/জুলাই ১০, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test