E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামিনে মুক্ত সাংবাদিক হত্যার সেই চেয়ারম্যান

২০২৪ জুলাই ১০ ২০:৩৬:০৯
জামিনে মুক্ত সাংবাদিক হত্যার সেই চেয়ারম্যান

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জামিনে মুক্ত হয়েছেন।

বুধবার (১০ জুলাই ) বিকাল ৫ টা ৪ মিনিটে জামালপুর জেলা কারাগার থেকে জামিনে বের হন আলোচিত ও সমালোচিত সাবেক এই ইউপি চেয়ারম্যান।

গত বুধবার (৮ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাবুকে জামিনের আদেশ দেন। আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ জগলুল কবির। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে ৩০ মে বাবুর জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্টের একই বেঞ্চ। রুলে বাবুকে জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

উল্লেখ, ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি ।

এ ঘটনায় ১৭ জুন বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে তদন্তাধীন রয়েছে।

(আরআর/এএস/জুলাই ১০, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test