E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে দুর্নীতির অভিযোগ ওঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে’

২০২৪ জুলাই ১০ ১৭:৩২:৫৯
‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে দুর্নীতির অভিযোগ ওঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে’

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, এতে দলের কিয়দংশ ক্ষুন্ন হচ্ছে, তবে এরা কেউ দলের লোক নয়। আমাদের দলের উপর এর প্রভাব পড়ে না-অন্যরা অস্বীকার করলেও আমি অস্বীকার করবো না।

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তা প্রমান হওয়া না হওয়া আদালতের উপর নির্ভরশীল। আমি চাই দূর্নীতির সব গুলো ঘটনাই বিচারে যাক, বিচারে গিয়ে দোষী প্রমাণিত হলে তাদের বিচার হবে, শাস্তি হবে। পত্রিকার লিখনীতে বা টেলিভিশনের কন্ঠে প্রমাণিত-এটা আমি বলতে পারবো না। কেননা আমি প্রমাণে বিশ্বাস করি, আদালতও প্রমাণে বিশ্বাস করে।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে মন্ত্রী হিসাবে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় প্রশাসনের পদস্থ বর্মকর্তা, গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুলাই ১০, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test