E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এক মাসের অন্তর্বতীকালীন জামিন পেলেন মাদারগঞ্জের চেয়ারম্যান রিমু

২০২৪ জুলাই ০৯ ১৯:১২:০৮
এক মাসের অন্তর্বতীকালীন জামিন পেলেন মাদারগঞ্জের চেয়ারম্যান রিমু

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় জেলহাজতে থাকা মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রায়হান রহমতুল্যাহ রিমুকে একমাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. এহসানুল হক এ আদেশ দেন। আদেশের পর বিকেলে জেলগেটে তাকে ফুলের মালা পরিয়ে মাদারগঞ্জের উদ্দেশে নিয়ে যান তার সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে জামিন নামঞ্জুর হওয়ায় ১ জুলাই থেকে জেলা কারাগারে আটক ছিলেন তিনি।

জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্যাহ রিমুর জামিন মঞ্জুর হওয়ার বিষয়টি জানাজানি হলে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটকে তার সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিড় জমান। পরে আদালতের আদেশে বিকেল ৩টার দিকে জেলা কারাগার থেকে বের হন তিনি। এ সময় মাদারগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে মাদারগঞ্জের উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলার সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলার আসামি উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্যাহ রিমুকে গত ১ জুলাই বেলা সোয়া ৩টার দিকে জামালপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদ পারভেজ তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। ওই দিন থেকে তিনি জেলা কারাগারে আটক ছিলেন। এরই মধ্যে তার নিঃশর্ত মুক্তি চেয়ে মাদারগঞ্জে হরতাল-অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে রিমুর সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় ভোটার জনতা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতে রায়হান রহমতুল্যাহ রিমুর জামিনের আবেদনের শুনানি হয়। পরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে রায়হান রহমতুল্যাহ রিমুকে আগামী এক মাসের জন্য অন্তবর্তীকালীন জামিনের আদেশ দেন।

(আরআর/এসপি/জুলাই ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test