E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ৩২৮ জন পেলেন প্রধানমন্ত্রীর অনুদান  

২০২৪ জুলাই ০৯ ১৮:৩২:৩৪
গোপালগঞ্জে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ৩২৮ জন পেলেন প্রধানমন্ত্রীর অনুদান  

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তরা পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককালিন অনুদানের ১ কোটি ৬৪ লাখ টাকা।

আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলীর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে অতিথিরা ক্যান্সার সহ ৬টি জটিল রোগে আক্রান্ত ৩২৮ জনের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৬৪ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ জানান, গোপালগঞ্জ সদর উপজেলায় ১২৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৫৩ জন, কোটালীপাড়া উপজেলায় ২২ জন, কাশিয়ানী উপজেলায় ৬৩ জন, মুকসুদপুর উপজেলায় ৩৯ জন ও গোপালগঞ্জ পৌরসভায় ২৮ জন সহ মোট ৩২৮ জন রোগীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককালিন অনুদানের ১ কোটি ৬৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

অনুদানপ্রাপ্তরা ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তাদের চিকিৎসায় মানবতার মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এককালীন অনুদান দিয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

(টিবি/এসপি/জুলাই ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test