E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শামসুদ্দিন মোল্লার ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‌বিভিন্ন কর্মসূচি

২০২৪ জুলাই ০৯ ১৮:০৩:০৬
শামসুদ্দিন মোল্লার ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‌বিভিন্ন কর্মসূচি

মিরান মাতব্বর, ভাঙ্গা : মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লার ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‌বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

কর্মসূচির মধ্যে রয়েছে- ‌শামসুদ্দিন মোল্লা স্মৃতি সংঘের উদ্যোগে আগামীকাল বুধবার (১০ জুলাই) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাল্যবন্ধু, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধান রচয়িতার অন্যতম সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতির সভাপতি, ফরিদপুর জেলা গভর্ণর, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি, ফরিদপুর বারের সভাপতি, ফরিদপুর আইন কলেজের প্রতিষ্ঠাতা, ফরিদপুর রেড ক্রিসেন্টের সভাপতি, জননেতা মরহুম এডভোকেট শামসুদ্দীন মোল্লার ৩৩তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ, ফরিদপুর প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

১০ জুলাই সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ, পূর্ব খাবাসপুর মরহুমের নিজ বাসভবনে কোরআন খানী ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শামসুদ্দীন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের গ্রামের বাড়ী ভাঙ্গার চুমুরদীতে ১১ই জুলাই প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ, ১২ জুলাই মসজিদে মিলাদ মাহফিল, এবং কুমার নদে মাছের পোনা অবমুক্ত করন। এছাড়াও ১৫ই জুলাই ফরিদপুর রাজেন্দ্র কলেজে মেধাবৃত্তি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হবে বলে সংগঠনের সদস্য সচিব কামরুজ্জামান কাফি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

(এমএম/এসপি/জুলাই ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test