E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরব রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা 

নরসিংদীর সেই ৫ মরদেহের বেওয়ারিশ হিসেবে দাফন

২০২৪ জুলাই ০৯ ১৭:৫৮:১১
নরসিংদীর সেই ৫ মরদেহের বেওয়ারিশ হিসেবে দাফন

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : নরসিংদীর রায়পুরা উপজেলার কমলপুরের রেললাইনে উদ্ধার ছিন্ন-বিচ্ছিন্ন পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করেছে রেলওয়ে পুলিশ। ৮ জুলাই সোমবার দিবাগত রাত ১২টায় নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নরসিংদী রেলওয়ে স্টেশনে কবরস্থানে তাদের দাফন করা হয়। 

এ ঘটনায় রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে স্টেশন মাস্টার আশরাফ আলী বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার কমলপুর রেললাইনে ট্রেনে কাটা পড়া পাঁচজনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাদের মধ্যে দুইজন ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোর, একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অপর দুজনের ৩০ ও ৪৫ বছর বয়সী। খবর পেয়ে রেলওয়ে পুলিশ, পিবিআই, রায়পুরা থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারে কাজ করেন।

পরে মরদেহের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই)। তবে জাতীয় সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি রাত পর্যন্ত কোনো স্বজন পরিচয় শনাক্ত করেনি। সব মরদেহ রেললাইনের কাছাকাছি পড়ে থাকায় মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে।

মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, সোমবার ভোর চারটা থেকে ছয়টার মধ্যে এই দুর্ঘটনা ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও আন্তঃনগর তরুণা নিশিতা ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হতে পারে। ট্রেনটি মেথিকান্দা স্টেশন ৫টা ৪৮ মিনিটে অতিক্রম করে। মেথিকান্দা রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহীদুল্লাহ জানান, পিবিআই হাতের ছাপ সংগ্রহ করলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে তাদের কোনো জাতীয় পরিচয়পত্র নেই। আমরা মরদেহগুলোর ডিএনএ ও ভিসেরা সংগ্রহ করেছি। এগুলো ঢাকার মালিবাগের সিআইডি ল্যাবে পাঠানো হবে। ডিএনএ পরিচয় শনাক্তে ও ভিসেরার মাধ্যমে তারা কোনো নেশা করেছে কি-না শনাক্ত করা যাবে। আর মরদেহগুলো ময়নাতদন্ত শেষে রেলওয়ে কবরস্থানে সিরিয়ালভাবে দাফন করা হয়েছে। আর এটি হত্যা নাকি দুর্ঘটনা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বলা যাবে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আলীম হোসেন সিকদার (পিপিএম) জানান, গতকালকের ৫ জনের মৃত্যুর ঘটনায় মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলী একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে এখনোও সঠিকভাবে বলা যাচ্ছে না এটি কি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা। অথবা দুর্ঘটনায় পতিত হয়েছে কিনা। ঘটনার তদন্ত চলছে। পুলিশের কয়েকটি বিভাগ তদন্ত করছে। খুব শীঘ্রই এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছি।

(এসএস/এসপি/জুলাই ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test