E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোটাবিরোধী আন্দোলন

বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২০২৪ জুলাই ০৯ ১৭:৪৭:২৫
বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলে সারাদেশের সাথে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে মহাসড়ক অবরোধ করে প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে যাত্রীরা।

বিএম কলেজ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানী শোষণ ও বৈষম্য বহন করছে। এতে করে গোটা জাতি মেধাশুন্য হয়ে পরবে। এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে মহাসড়কে অবরোধ করেছে। তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

(টিবি/এসপি/জুলাই ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test