E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরবে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০২৪ জুলাই ০৯ ১৪:২১:০৫
ভৈরবে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে ও ভৈরব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক তত্ত¡াবধানে হাইস্কুল পর্যায়ে এক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৮ জুলাই সোমবার সকাল এগারোটায় ভৈরব উপজেলা মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথির মোহাম্মদ সামী।

বিতর্ক প্রতিযোগিতায় ভৈরব উপজেলার ১৮টি হাইস্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে আয়োজিত প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ। রানার্স আপ হয় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন আফছর উদ্দিন হাইস্কুল এর সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম রিপন।

প্রতিযোগিতা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা, হাজী আসমত সরকারি কলেজ প্রভাষক লুবনা হক ও সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ প্রভাষক মনিরুল ইসলাম।


সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

(এসএস/এএস/জুলাই ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test