E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন

২০২৪ জুলাই ০৮ ১৪:৪০:৩৬
নড়াইলে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন

রূপক মুখার্জি, নড়াইল : "বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় সামাজিক বনায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্রের আয়োজনে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : জহুরুল ইসলামের সভাপতিত্বে সদ্য খননকৃত নবগঙ্গা নদীর পূর্বপাড়ে চরমঙ্গলহাটা এলাকায় এ সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশীদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, বনকর্মী হাসান খাঁন, মো: এরশাদ শেখ, বাগান মালি মো: হুমায়ুন কবীর, ইকবাল হোসেন, উপকারভোগী ঝন্টু শেখ, আমিনুর শেখ, লায়লা বেগম, বন বিভাগের ঠিকাদার কাজী জিয়াউর রহমান লোটাসসহ প্রমুখ।

উল্লেখ্য, লোহাগড়া উপজেলায় সদ্য খননকৃত নবগঙ্গা নদীর পূর্বপাড়ে চরমঙ্গলহাটা গ্রামের আকবর শেখের বাড়ি থেকে কুন্দশী গ্রামের জিতেন পালের বাড়ি পর্যন্ত ৫ কি, মি এলাকাজুড়ে সামাজিক বনায়ন কর্মসূচির কাজ শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকায় ৫ হাজার বনজ, ফলজ ও ঔষধী বৃক্ষ রোপণ করা হবে।

(আরএম/এএস/জুলাই ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test