E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরের সেই ইউপি চেয়ারম্যান-মেম্বরকে স্থায়ী অপসারণ

২০২৪ জুলাই ০৮ ১৪:৩৬:১৪
ফরিদপুরের সেই ইউপি চেয়ারম্যান-মেম্বরকে স্থায়ী অপসারণ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালি'র পঞ্চপল্লীতে দুই সহোদর নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার সেই আলোচিত ঘটনায় জড়িত থাকার দায়ে ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে নিজ পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার জ্যেষ্ঠ সহকারি সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও এক নম্বর ওয়ার্ডের সদস্য অজিত কুমার বিশ্বাসের বিরুদ্ধে ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে গত ১৮ এপ্রিল দুইজন নির্মাণশ্রমিক হত্যাকাণ্ডে জড়িত থাকার আনীত অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, ফরিদপুর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় সাময়িক বরখাস্ত করা হয়।

ফরিদপুর জেলার মধুখালি উপজেলাধীন ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও এক নম্বর ওয়ার্ডের সদস্য অজিত কুমার বিশ্বাসের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু, চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও ১ নং ওয়ার্ডের সদস্য অজিত কুমার বিশ্বাস স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪ (৫) ধারা মোতাবেক তাদের স্বীয় পদ হতে অপসারণ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী, ফরিদপুর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৫(১) (২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় মধুখালি'র ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সার্বজনীন কালী মন্দিরের প্রতিমার শাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে ওই মন্দির সংলগ্ন পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণকাজে নিয়োজিত চার নির্মাণশ্রমিককে স্কুল ঘরের একটি কক্ষে আটকে মারপিট করা হয়। এ ঘটনায় দুই সহোদর নির্মাণশ্রমিক আশরাফুল খান (২০) ও আসাদুল খান (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবিষয়ে একাধিক মামলা ও একাধিক তদন্ত কমিটি গঠিত হয়।

মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত পঞ্চপল্লীর ওই ঘটনায় ৩১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে'। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি মিরাজ।

(আরআর/এএস/জুলাই ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test