E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘একাত্তরের রাজাকার-দালালদের রক্ত যাদের আছে তাদের প্রতিহত করা হবে’

২০২৪ জুলাই ০৭ ১৮:২২:০৮
‘একাত্তরের রাজাকার-দালালদের রক্ত যাদের আছে তাদের প্রতিহত করা হবে’

মিরান মাতুব্বর, ভাঙ্গা : ফরিদপুর একাত্তরের রাজাকার দালালদের রক্ত যাদের আছে ভাঙ্গার মাটিতে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন)।

রবিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় ভাঙ্গা উপজেলার মিলনায়তনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন সরকারি কর্মকর্তাদের নিয়ে কাজ করবেন। এছাড়াও ভাঙ্গা উপজেলায় প্রায় সাড়ে ৬'শ কটি টাকার বরাদ্দ আসবে উন্নয়ন মূলক কাজ করার জন্য। এসময় তিনি ভাঙ্গায় অত্যাধুনিক শিল্পকলা একাডেমি স্থাপনের করার কথা বলেন।

এমপি নিক্সনবলেন, ভাঙ্গা উপজেলায় প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে যে মিটিং করেছিলাম তখন মাথায় চুন খসে খসে পরতো এখন নব নির্মিত মিলনায়তনে বসে মাসিক সভা করছি। আমি কোন খলিফায় বিশ্বাসী না আমার সময় কোন খলিফা থাকবে না।

তিনি বলেন, কেউ যদি অন্যায় করে সে যদি আমার দলের হয় তাকেও কোন ছাড় দেওয়া হবে না। আমি যতদিন এই ফরিদপুর-৪ এর সংসদ সদস্য থাকবো কোন দূর্নীতি, টেন্ডার বাজি, জায়গা দখলবাজি এবং কোন থানায় দালালি করতে দেব না। অতএব অন্যায় করার আগে মনে রাখতে হবে এই এলাকার সংসদ সদস্য কে ?

উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত-এ খুদার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাওছার ভূঁইয়া, সকবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মঞ্জুয়ারা বেগম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

(এমএম/এসপি/জুলাই ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test