E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমি সংক্রান্ত বিরোধের জের

ঘের থেকে ভাসিয়ে দেওয়া হলো ৬০ লাখ টাকার মাছ

২০২৪ জুলাই ০৭ ১৭:৫৭:৪৩
ঘের থেকে ভাসিয়ে দেওয়া হলো ৬০ লাখ টাকার মাছ

শাজনুস শরীফ, বরগুনা : বরগুনার তালতলীতে দিনে দুপুরে ঘেরের বাঁধ কেটে চাষের প্রায় ৬০ লাখ টাকার মাছ ভাসিয়ে দেওয়া হয়েছে। পূর্বে থেকে জামিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ইউপি সদস্যের প্রভাবে প্রতিপক্ষ এমনটি করেছেন বলে অভিযোগ করেছেন ঘেরের মালিক সোহেল রানা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে তালতলী থানার পুলিশ।

শনিবার (৬ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে ৬ একর জমি নিয়ে মাছের ঘের করেন সোহেল রানা। তিনি গত ৫ বছর ধরে ওই ঘেরে মাছ চাষ করে আসছিলেন। ওই ঘেরের মালিকানা দাবি করছেন একই গ্রামের আল আমিন মৃধা, খলিল হাওলাদার, জয়নাল ও সোলায়মান মৃধা শাহিন শিকদার, মুহিন শিকদার, তুহিন শিকদার। শনিবার বেলা ১১ টার দিকে ওই জমি দখলে নেওয়ার জন্য ঘেরের বাঁধ কেটে প্রায় ৬০ লাখ টাকার মাছ ভাসিয়ে দেয় মালিকানা দাবী করা প্রতিপক্ষরা।

ঘেরের মালিক সোহেল রানা বলেন, তারা স্থানীয় ইউপি সদস্য জসিম হাওলাদারের ক্ষমতার প্রভাব বিস্তার করে আমার মাছের ঘের দখলে নেওয়ার জন্য ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে আমার ঘেরের বাঁধ কেটে দিয়েছে। আমার চাষে সমস্ত মাছ ভেসে গেছে।

বাঁধ কাটার কথা স্বীকার করে অভিযুক্ত খলিল ও আল-আমিন মৃধা বলেন, ওই ঘেরের ভিতরে আমাদের জমি রয়েছে। তাই আমাদের জমি আমরা বুঝ করে নিচ্ছি।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসএস/এসপি/জুলাই ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test