E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে সাংবাদিক লাঞ্ছনা

বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের পরিচালকের অপসারণের দাবিতে সাংবাদিকদের স্মারকলিপি

২০২৪ জুলাই ০৭ ১৭:১৭:১৫
বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের পরিচালকের অপসারণের দাবিতে সাংবাদিকদের স্মারকলিপি

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীর সাথে অসদাচরণের প্রতিবাদ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে, স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকেরা।

আজ রবিবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল ইসলাম পিকুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ কর্মী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর ভিডিও করতে গেলে আনসার সদস্যদের দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ওই সংবাদকর্মীকে একটি কক্ষে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়।

এ বিষয়ে সিনিয়র সংবাদকর্মীরা হাসপাতালের পরিচালক মো. হুমায়ুন কবিরের সাথে মোবাইলে কথা বললে তিনি পূর্ব অনুমতি ছাড়া হাসপাতাল এলাকায় কোন ধরনের ভিডিও করা যাবে না বলে সাব জানিয়ে দিয়ে নিজেও অসৌজন্যমূলক আচরণ করেন।

এই ঘটনার পরে রাতেই ফরিদপুর প্রেসক্লাবের জরুরি সভায় ওই হাসপাতালটির সঠিক স্বাস্থ্য সেবা ও সাংবাদিকদের কর্ম পরিবেশ নিশ্চিত করতে পরিচালকের অপসারণ দাবি করেন সাংবাদিকবৃন্দ।

এদিকে, দায়িত্বশীল ব্যক্তিদের এমন অসৌজন্যমূলক আচরণ ও সংবাদ সংগ্রহে সংবাদকর্মীদের বাধাদান রাষ্ট্রের গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছেন ফরিদপুরের সুশীল সমাজ। অন্যদিকে, এমন ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ইতিবাচক সকল খবর থেকে বিরত থাকবেন বলে ফেসবুকে স্টাটাসের মাধ্যমে ঘোষণা দিয়েছেন ফরিদপুরে কর্মরত কয়েকজন সিনিয়র সাংবাদিক।

(আরআর/এসপি/জুলাই ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test