E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

২০২৪ জুলাই ০৬ ১৪:৪০:৫৫
রাজারহাটে বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ধরলা ও তিস্তায় ভাঙন ও বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫জুলাই) বিকাল ৩টায় ধরলা নদীর পানিতে বন্যার্ত ১শত পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন ছিনাই ইউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরু। শুকনো খাবার প্যাকেটে চিড়া, মুড়ি, বিস্কুট, সেলাইন, মোমবাতি ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট।

অপরদিকে তিস্তা নদীর ভাঙন ও বন্যার্ত পঞ্চাশটি পরিবারের মাঝে দশ কেজি(জিআর) চাল বিতরণ করেন ঘড়িয়াল ডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক।বিতরণকালে উপস্থিত ছিলেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য মিনহাজুল ইসলাম,সদস্যা শেফালী বেগম,ছিনাই ইউনিয়ন পরিষদ সদস্য খালিদ প্রমুখ।

(পিএমএস/এএস/জুলাই ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test