E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ

২০২৪ জুলাই ০৫ ১৪:০৩:০৩
কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকার করে রাতের আঁধারে যাত্রীবাহী বাসে করে পাচারের সময় তিনটি বাস থেকে ২৩০ টি প্যাকেটে থাকা জাটকা ইলিশসহ ২৭ মন সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে কুয়াকাটা - কলাপাড়া সড়কের শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় সড়কে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কৌশিক আহমেদ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তিনটি বাস থেকে এ মাছ জব্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ জানান, ধরা নিষিদ্ধ মাছ পরিবহনের অভিযোগে তিনটি যাত্রীবাহী বাসের চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ২০০ কেজি জাটকা ইলিশসহ ৮৬০ কেজি পােয়া, ডান্ডি ও লইট্রা ও বিভিন্ন সামুদ্রিক নাছ জব্দ করা হয়েছে। যা রাতেই বিভিন্ন এতিমখানা ও দুঃস্থ্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। ৬৫ দিন সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সাগরে ও সড়কে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

(এমকেআর/এএস/জুলাই ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test