E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

২০২৪ জুলাই ০৫ ১৩:৩৫:৫৮
ফরিদপুরে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সুইস গেইটে গোসল করতে গিয়ে নিখোঁজের ঘটনার ৩১ ঘন্টা পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে কলেজছাত্র মো. ফারদিন ইসলাম (১৮) এর লাশ উদ্ধার করা হয়েছে।

কলেজ শিক্ষার্থী ফারদিন শহরের সুইস গেট এলাকায় যেখানে তিনি নিখোঁজ হয়েছিলেন ঠিক সেখানেই তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা ফারদিনের লাশ উদ্ধার করেন।

স্থাবীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ফারদিনের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা নৌকায় করে তার মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

এর আগে, বুধবার বিকেলে শহরের ভাটি লক্ষ্মীপুর সুইস গেটে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন ফারদিন। একপর্যায়ে সুইস গেটের উপর থেকে লাফ দেন ফারদিন ও তার বন্ধু ফেরদৌস। পানিতে পড়ার কিছুক্ষণ পর ফেরদৌস উঠে আসতে পারলেও ফারদিনের নিখোঁজ হন।
ফেরদৌসের চিৎকার করে জানালে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে ফারদিনকে উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ ঘোষণা করেন তারা।

বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ফারদিনকে খুঁজে পায়নি ফায়ার সার্ভিসর ডুবুরি দল।

অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে ফারদিনের মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করলো স্থানীয়রা।

নিহত ফারদিন ফরিদপুর শহরের কমলাপুর বালুর মাঠ এলাকার সিরাজুল ইসলামের পুত্র। তিনি ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

(আরআর/এএস/জুলাই ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test