E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মৌলভীবাজারে বানভাসিদের মধ্যে দুই প্রবাসীর খাবার বিতরণ

২০২৪ জুলাই ০৪ ২০:৩৪:৩৫
মৌলভীবাজারে বানভাসিদের মধ্যে দুই প্রবাসীর খাবার বিতরণ

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত। পানিবন্দী কয়েকশো পরিবারের মধ্যে দুই যুক্তরাজ্য প্রবাসীর পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সদর উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী হামরকোনা, ব্রাম্মণগ্রাম ও দাউদপুর এলাকার আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, হামরকোনা দাখিল মাদ্রাসা আশ্রয় কেন্দ্র, ব্রাম্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, সরকারি আশ্রয়ন প্রকল্প সহ মোট ৭ টি পয়েন্টে বানভাসি মানুষদের মধ্যে খাবার গুলো বিতরণ করা হয়।

প্রবাসী মুত্তাকিন বখস টিপু ও ব্যারিষ্টার সৈয়দ রুম্মান এর যৌথ উদ্যেগে খাবারের প্যাকেটগুলো স্থানীয় আশ্রয় কেন্দ্রে থাকা অসহায় বানভাসি পরিবারগুলোর মধ্যে তুলে দেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সিনিয়র সাংবাদিক এসএম উমেদ আলী।

এসময় উপস্থিত ছিলেন, আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক শিহাবুর রহমান, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার ইমাদ উদ-দীন, দৈনিক বাংলা ৭১ এর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুম ও সংবাদকর্মী শাহরিয়ার খান সাকিব।

খাবার বিতরণকালে বাড়িঘর পানিতে ভেসে যাওয়া আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া পরিবারের সদস্যরা রান্না করা খাবার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই প্রবাসীর প্রতি।

(একে/এএস/জুলাই ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test