E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শ্রীমঙ্গলে কৃষি উপকরণ বিতরণ করেন কৃষিমন্ত্রী

২০২৪ জুলাই ০৪ ১৯:০০:১৫
শ্রীমঙ্গলে কৃষি উপকরণ বিতরণ করেন কৃষিমন্ত্রী

মৌঃ আল-আমিন, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন কৃষি মন্ত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিনটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু তালেব এর সভাপতিত্বে এসময় উপস্থিত কতেক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ থেকে ১০ কেজি করে সার,বীজ প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় মোট ৩ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে সার ও বীজ প্রদান করা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জন করে ভুট্রা মাড়াই যন্ত্র, পাওয়ার স্পেয়ার, এলএলপি ও হোস পাইপ যন্ত্র বিতরণ করা হয়।

এছাড়া অনাবাদি পতিত ও বসতবাড়িরর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় মুজিব নগর আশ্রয়ণে (মাজডিহি) ৬’শ জন কৃষিকদের মাঝে খরিপ-২ মৌসুমের সবজী বীজ,রাসায়নিক সার, নেট, ঝাঁঝড়ি, ফলের চারা ও সাইনবোর্ড বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জল্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া আক্রান্ত ১৩ জন রোগীকে ৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন কৃষি মন্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক সামসুদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মো. রকিব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুল, উপজেলা কৃষি কর্মকর্তা মো.মহিউদ্দিন, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুন ওসি (অপারেশন) তাপস চন্দ্র রায় প্রমূখ।

(এএ/এসপি/জুলাই ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test