E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শুদ্ধাচার পুরস্কার পেলেন কাপ্তাইয়ের ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন

২০২৪ জুলাই ০৪ ১৮:১৬:০৩
শুদ্ধাচার পুরস্কার পেলেন কাপ্তাইয়ের ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন

রিপন মারমা, রাঙ্গামাটি : শুদ্ধাচার পুরস্কার পেলেন কাপ্তাইয়ে ইউএনও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনকে জেলার উপজেলা পর্যায়ের কার্যালয়সমূহের প্রধানদের মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন।

বৃহস্পতিবার (০৪ জুন) সকালে রাঙামা‌টি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোশারফ হোসেন খান কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলী, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, সব সময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কাজের স্বীকৃতি আনন্দের। এ সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা খাতুন সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও রাঙামাটি জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/জুলাই ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test