E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নড়াইলে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা

২০২৪ জুলাই ০৪ ১৮:১৩:৩১
নড়াইলে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে ইমরান কাজী (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা।

ঘটনাটি নিশ্চিত করেছেন ইতনা ইউনিয়নের বিট পুলিশ অফিসার এসআই সুজিত।

হামলার শিকার ইমরান কাজী উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের কাজীপাড়ার মৃত নজীর কাজীর ছেলে। ইমরান কাজীর বড় ভাই কাজী বশির আহমেদ সুপ্রিম কোর্টের সাবেক
সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য।

আহত ইমরান কাজী পুলিশের এসআই হিসেবে গোপালগঞ্জের কোটালিপাড়া কর্মরত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক কাজেবাড়ি আসছিলেন। পথিমধ্যে পাংখারচর গ্রামের পাঁকা সড়ক সংলগ্ন বটতলায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দূর্বৃত্ত রামদা দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

স্হানীয় লোকজন আহত অবস্থায় ইমরান কাজীকে চিকিৎসার জন্য প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইমরান কাজীর বড় ভাই এ্যাডভোকেট কাজী বশির আহম্মদ জানিয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় বলেন, গত রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এসপি/জুলাই ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test